Friday, July 17, 2020

সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

'সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষেরপুরুলিয়ায় এক দলীয় কর্মসূচিতে তিনি বলেন, “আমরা হরিনাম সংকীর্তন করতে আসিনি। আমরা সবকিছুতে রাজনীতি করবো। দম থাকলে আটকান।“
Updated By: Jul 17, 2020, 11:15 AM IST

নিজস্ব প্রতিবেদন: সবকিছু নিয়েই রাজনীতি হবে, ক্ষমতা থাকলে রাজ্য সরকারকে রুখে দেখাতে হবে। এবার সরাসরি চ্যালেঞ্জ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

পুরুলিয়ায় এক দলীয় কর্মসূচিতে তিনি বলেন, “আমরা হরিনাম সংকীর্তন করতে আসিনি। আমরা সবকিছুতে রাজনীতি করবো। দম থাকলে আটকান।“

শুক্রবার পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ রাজ্যের চিকিত্সা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, “বিনা চিকিৎসায় এখানে মানুষ মারা যাচ্ছেন। আগে থেকে লেখা ডেথ সার্টিফিকেট ইস্যু করছে। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, দিল্লির স্বাস্থ্য ব্যাবস্থা থেকে শিক্ষা নিয়ে কাজ করুন।“

সম্প্রতি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইস্যুতে রাজ্যপাল-রাজ্য তরজা চরমে উঠেছে। এপ্রসঙ্গে তিনি বলেন, “পারলে উনি রাজ্যপালকেও গ্রেফতার করতেন। ওঁকে মুখ্যমন্ত্রী রোজ অসম্মান করছেন।“

জলপাইগুড়ির পুলিস সুপার বদলি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, “আগে ওঁকে বদলি করলে তাঁদের নেতাকে এভাবে মরতে হতনা।“

করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর তিন বারে ৯ লক্ষ ১৫ হাজার টাকার বিল! চমকে উঠল পরিবার

করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর তিন বারে ৯ লক্ষ ১৫ হাজার টাকার বিল! চমকে উঠল পরিবার


নিজস্ব প্রতিবেদন:  করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর তিন বার বিল! তিন খেপে মোট সাড়ে আট লক্ষ টাকা দেওয়ার পরও আরও ৬৫ হাজার টাকা চাওয়ার অভিযোগ কলকাতার একটি নার্সিংহোমের বিরুদ্ধে৷ কেন এমনটা হল, এর কোনও সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ৷

জানা যায়, বহরমপুরের ৭২ বছরের বাসিন্দা মনোরঞ্জন রায় জ্বর, সর্দি কাশি নিয়ে কলকাতার ওই নার্সিংহোমে ভর্তি হন৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ পরীক্ষার ফল পজেটিভ আসে৷ শনিবার মৃত্যু হয় তাঁর৷ তাঁর ছেলে ও স্ত্রীকেও নার্সিংহোম কর্তৃপক্ষ ভর্তি করে নেন৷
পরিবারের অভিযোগ, প্রথমে নার্সিংহোমের তরফে সাড়ে তিন লক্ষ টাকার বিল দেওয়া হয়৷ এরপর ফোন করে জানানো হয়, কিছুটা ভুল হয়ে গেছে, আরও ৫ লক্ষ টাকা অর্থাত্ মোট সাড়ে আট লক্ষ টাকার বিল দেওয়া হয়৷

পরিবার সেই টাকা দিয়ে দেয়৷ মৃতদেহ আনার আগেরদিন রাতে অর্থাত্ বৃহস্পতিবার রাতে নার্সিংহোমের তরফে জানানো হয় আরও ১৫ হাজার টাকা লাগবে, সেই টাকাও পরিবার দিয়ে দেয় বলে দাবি৷


এরপর শুক্রবার সকালে দেহ আনতে গেলে আরও ৬৫ হাজার টাকা অতিরিক্ত চাওয়া হয় বলে অভিযোগ৷ পরিবারের প্রশ্ন, কেন একবারে সঠিক বিল দেওয়া হচ্ছে না, কেন বারবার করে টাকা চাওয়া হচ্ছে?
যদিও এই নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য, “কিছু একটা সমস্যা হয়েছিল, আমরা বিষয়টি খতিয়ে দেখছি৷

পরবর্তী খবর=

''অভিনেত্রীদের রাত কাটানোর প্রস্তাব দিয়েছেন, এমন লোকও সুশান্তের জন্য শোক দেখাচ্ছেন'


''অভিনেত্রীদের রাত কাটানোর প্রস্তাব দিয়েছেন, এমন লোকও সুশান্তের জন্য শোক দেখাচ্ছেন''

''অভিনেত্রীদের রাত কাটানোর প্রস্তাব দিয়েছেন, এমন লোকও সুশান্তের জন্য শোক দেখাচ্ছেন''

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'স্বজনপোষণ' বিতর্কে বি-টাউন এখন দ্বিধাবিভক্ত। বি-টাউনে কারা পারিবারিক কারণে অংশীদার হয়েছেন, আর কারা বহিরাগত, তা নিয়েই যত আলোচনা। এবার এবিষয়েই নিজের ব্লগে মুখ খুললেন সুশান্তের একসময়ের সহকর্মী রিচা চাড্ডা। তাঁর কথায়, 'অভ্যন্তরীণ' আর 'বহিরাগত' নয়, বলিউড বিভক্ত ভালো-মন্দ মানুষে।

রিচার লিখেছেন, তিনি নিজে বহিরাগত হয়ে বুঝেছেন, বিষয়টা আসলে খাদ্য-শৃঙ্খলের মতো। তাঁর কথায়, সুশান্তের মৃত্যুতে আজ যাঁরা শোক দেখাচ্ছেন, তাঁদের মধ্যেও অনেকে আছেন, যাঁরা একদিন অধীনস্তদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছিলেন। রিচা বলেন, ''আসলে অভিনয়টা হল বিচ্ছিন্ন একটা পেশা। যেখানে কর্মক্ষেত্রের প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়ে। বলিউডের অভ্যন্তরেও এমন অনেক লোক রয়েছেন, যাঁরা বেশ দয়ালু, সহৃদয়। আবার এমন অনেকেও রয়েছেন, যাঁরা বাইরে থেকেও এসেও কিন্তু ভয়ঙ্কর অহংকারী। আমি আমার কেরিয়ারের শুরুতে বহিরাগতই ছিলাম। আমাকেও অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। তবে পরবর্তীকালে সেটাই আমার শক্তি হয়ে

দাঁড়িয়েছে। এক্ষেত্রে বিভিন্ন লোকজনের অভিজ্ঞতা ভিন্ন।''

রিচার কথায়, ''বলিউডে স্বজনপোষণ বিষয়টা আমার কাছে হাস্যকার। আমি তারকা সন্তানদের ঘৃণা করিনা। আর কেনই বা করব? কেউ যদি কোনও তারকার পরিবারে জন্ম নেয়, তাহলে সমস্যা কোথায়? আমরাও তো কোনও না কোনও পরিবারে জন্ম নিয়েছি। আমরা কি আমাদের বাবা-মায়ের জন্য লজ্জা পাই? স্বজনপোষণ বিষয়টাই আসলে খুব বোকার মত একটা যুক্তি। আমিও কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছি। এখন আমার সন্তান কি তার জন্য লজ্জা পাবে?''

সুশান্তের সঙ্গে নিজের বন্ধুত্ব প্রসঙ্গে রিচা লিখেছেন, ''সুশান্ত আর আমি একই থিয়েটার গ্রুপে অভিনয় করতাম। আমি দিল্লি থেকে আসার পর মুম্বইয়ে আমার বন্ধুর সঙ্গে ৭০০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে থাকতাম। সুশান্ত আমাকে প্রায়ই ওর বাইকে রিহার্সালে নিয়ে যেত, যার জন্য আমি কৃতজ্ঞ। আমি যে ভীষণ গরিব ছিলাম, ভেঙে পড়েছিলাম, এমনটা নয়। তবে আমাকেও ত্বকের একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে হয়েছিল, কারণ টাকাটা প্রয়োজনীয় ছিল। যখন মেকআপ করে অটো বা রিক্সোয় চড়ে অডিশানে যেতাম, তখন মেকআপ গলে যেতে পারে এই আশঙ্কা করতাম। যেটা কোনও তারকা সন্তানের ক্ষেত্রে হয়ত হয়না। যদি কোনও তারকা সন্তান রিক্সা করে অডিশন দিতে যায়, তাহলে তাঁদের সেজন্য আলাদা করে প্রশংসা প্রাপ্য। তবে আমি এই সুবিধা নেওয়ার পক্ষপাতী নই। ''

তবে কারোর মৃত্যুর জন্য কোনও অভিনেত্রীকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়া হচ্ছে সেটাও সমর্থনযোগ্য নয় বলে লেখেন রিচা। রিচার প্রশ্ন, সুশান্তের মৃত্যুতে আজ যাঁরা তাঁর প্রেমিকাকে ধর্ষণ করে খুনের হুমকি দিচ্ছেন তাঁরা কী ধরনের অনুরাগী? রিচা লেখেন, এদের মধ্যে কিছু লোকজনের প্রোফাইল আমি চেক করেছি, যাঁরা একসময় সুশান্তকেও তাঁর 'পদ্মাবত' ছবি নিয়ে মত প্রকাশের জন্য আক্রমণ করেছিলেন। এখন তারাই আবার অন্য কাউকে গালি দিচ্ছে।

এখানেই থামেননি রিচা। তিনি আরও লিখেছেন, ''সুশান্তের মৃত্যুর জন্য একমাস আগে সমবেদনা জানিয়েছিলেন অনেকেই। তাঁদের মধ্যে এমন লোকও রয়েছে, যিনি নায়িকা রাত কাটাতে অস্বীকার করায়, তাঁকে সিনেমা থেকেই সরিয়ে দিয়েছিলেন।''




সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের পুরুলিয়ায় এক দলীয় কর্মসূচিতে তিনি বলেন, “আমরা হরি...