করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর তিন বারে ৯ লক্ষ ১৫ হাজার টাকার বিল! চমকে উঠল পরিবার
জানা যায়, বহরমপুরের ৭২ বছরের বাসিন্দা মনোরঞ্জন রায় জ্বর, সর্দি কাশি নিয়ে কলকাতার ওই নার্সিংহোমে ভর্তি হন৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ পরীক্ষার ফল পজেটিভ আসে৷ শনিবার মৃত্যু হয় তাঁর৷ তাঁর ছেলে ও স্ত্রীকেও নার্সিংহোম কর্তৃপক্ষ ভর্তি করে নেন৷
পরিবারের অভিযোগ, প্রথমে নার্সিংহোমের তরফে সাড়ে তিন লক্ষ টাকার বিল দেওয়া হয়৷ এরপর ফোন করে জানানো হয়, কিছুটা ভুল হয়ে গেছে, আরও ৫ লক্ষ টাকা অর্থাত্ মোট সাড়ে আট লক্ষ টাকার বিল দেওয়া হয়৷
পরিবার সেই টাকা দিয়ে দেয়৷ মৃতদেহ আনার আগেরদিন রাতে অর্থাত্ বৃহস্পতিবার রাতে নার্সিংহোমের তরফে জানানো হয় আরও ১৫ হাজার টাকা লাগবে, সেই টাকাও পরিবার দিয়ে দেয় বলে দাবি৷
এরপর শুক্রবার সকালে দেহ আনতে গেলে আরও ৬৫ হাজার টাকা অতিরিক্ত চাওয়া হয় বলে অভিযোগ৷ পরিবারের প্রশ্ন, কেন একবারে সঠিক বিল দেওয়া হচ্ছে না, কেন বারবার করে টাকা চাওয়া হচ্ছে?
যদিও এই নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য, “কিছু একটা সমস্যা হয়েছিল, আমরা বিষয়টি খতিয়ে দেখছি৷
No comments:
Post a Comment
PLZ FOLLOW GUY LETEST UPDATE