Friday, July 17, 2020

করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর তিন বারে ৯ লক্ষ ১৫ হাজার টাকার বিল! চমকে উঠল পরিবার

করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর তিন বারে ৯ লক্ষ ১৫ হাজার টাকার বিল! চমকে উঠল পরিবার


নিজস্ব প্রতিবেদন:  করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর তিন বার বিল! তিন খেপে মোট সাড়ে আট লক্ষ টাকা দেওয়ার পরও আরও ৬৫ হাজার টাকা চাওয়ার অভিযোগ কলকাতার একটি নার্সিংহোমের বিরুদ্ধে৷ কেন এমনটা হল, এর কোনও সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ৷

জানা যায়, বহরমপুরের ৭২ বছরের বাসিন্দা মনোরঞ্জন রায় জ্বর, সর্দি কাশি নিয়ে কলকাতার ওই নার্সিংহোমে ভর্তি হন৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ পরীক্ষার ফল পজেটিভ আসে৷ শনিবার মৃত্যু হয় তাঁর৷ তাঁর ছেলে ও স্ত্রীকেও নার্সিংহোম কর্তৃপক্ষ ভর্তি করে নেন৷
পরিবারের অভিযোগ, প্রথমে নার্সিংহোমের তরফে সাড়ে তিন লক্ষ টাকার বিল দেওয়া হয়৷ এরপর ফোন করে জানানো হয়, কিছুটা ভুল হয়ে গেছে, আরও ৫ লক্ষ টাকা অর্থাত্ মোট সাড়ে আট লক্ষ টাকার বিল দেওয়া হয়৷

পরিবার সেই টাকা দিয়ে দেয়৷ মৃতদেহ আনার আগেরদিন রাতে অর্থাত্ বৃহস্পতিবার রাতে নার্সিংহোমের তরফে জানানো হয় আরও ১৫ হাজার টাকা লাগবে, সেই টাকাও পরিবার দিয়ে দেয় বলে দাবি৷


এরপর শুক্রবার সকালে দেহ আনতে গেলে আরও ৬৫ হাজার টাকা অতিরিক্ত চাওয়া হয় বলে অভিযোগ৷ পরিবারের প্রশ্ন, কেন একবারে সঠিক বিল দেওয়া হচ্ছে না, কেন বারবার করে টাকা চাওয়া হচ্ছে?
যদিও এই নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য, “কিছু একটা সমস্যা হয়েছিল, আমরা বিষয়টি খতিয়ে দেখছি৷

পরবর্তী খবর=

''অভিনেত্রীদের রাত কাটানোর প্রস্তাব দিয়েছেন, এমন লোকও সুশান্তের জন্য শোক দেখাচ্ছেন'


No comments:

Post a Comment

PLZ FOLLOW GUY LETEST UPDATE

সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের পুরুলিয়ায় এক দলীয় কর্মসূচিতে তিনি বলেন, “আমরা হরি...