''অভিনেত্রীদের রাত কাটানোর প্রস্তাব দিয়েছেন, এমন লোকও সুশান্তের জন্য শোক দেখাচ্ছেন''
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'স্বজনপোষণ' বিতর্কে বি-টাউন এখন দ্বিধাবিভক্ত। বি-টাউনে কারা পারিবারিক কারণে অংশীদার হয়েছেন, আর কারা বহিরাগত, তা নিয়েই যত আলোচনা। এবার এবিষয়েই নিজের ব্লগে মুখ খুললেন সুশান্তের একসময়ের সহকর্মী রিচা চাড্ডা। তাঁর কথায়, 'অভ্যন্তরীণ' আর 'বহিরাগত' নয়, বলিউড বিভক্ত ভালো-মন্দ মানুষে।
রিচার লিখেছেন, তিনি নিজে বহিরাগত হয়ে বুঝেছেন, বিষয়টা আসলে খাদ্য-শৃঙ্খলের মতো। তাঁর কথায়, সুশান্তের মৃত্যুতে আজ যাঁরা শোক দেখাচ্ছেন, তাঁদের মধ্যেও অনেকে আছেন, যাঁরা একদিন অধীনস্তদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছিলেন। রিচা বলেন, ''আসলে অভিনয়টা হল বিচ্ছিন্ন একটা পেশা। যেখানে কর্মক্ষেত্রের প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়ে। বলিউডের অভ্যন্তরেও এমন অনেক লোক রয়েছেন, যাঁরা বেশ দয়ালু, সহৃদয়। আবার এমন অনেকেও রয়েছেন, যাঁরা বাইরে থেকেও এসেও কিন্তু ভয়ঙ্কর অহংকারী। আমি আমার কেরিয়ারের শুরুতে বহিরাগতই ছিলাম। আমাকেও অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। তবে পরবর্তীকালে সেটাই আমার শক্তি হয়ে
দাঁড়িয়েছে। এক্ষেত্রে বিভিন্ন লোকজনের অভিজ্ঞতা ভিন্ন।''
রিচার কথায়, ''বলিউডে স্বজনপোষণ বিষয়টা আমার কাছে হাস্যকার। আমি তারকা সন্তানদের ঘৃণা করিনা। আর কেনই বা করব? কেউ যদি কোনও তারকার পরিবারে জন্ম নেয়, তাহলে সমস্যা কোথায়? আমরাও তো কোনও না কোনও পরিবারে জন্ম নিয়েছি। আমরা কি আমাদের বাবা-মায়ের জন্য লজ্জা পাই? স্বজনপোষণ বিষয়টাই আসলে খুব বোকার মত একটা যুক্তি। আমিও কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছি। এখন আমার সন্তান কি তার জন্য লজ্জা পাবে?''
সুশান্তের সঙ্গে নিজের বন্ধুত্ব প্রসঙ্গে রিচা লিখেছেন, ''সুশান্ত আর আমি একই থিয়েটার গ্রুপে অভিনয় করতাম। আমি দিল্লি থেকে আসার পর মুম্বইয়ে আমার বন্ধুর সঙ্গে ৭০০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে থাকতাম। সুশান্ত আমাকে প্রায়ই ওর বাইকে রিহার্সালে নিয়ে যেত, যার জন্য আমি কৃতজ্ঞ। আমি যে ভীষণ গরিব ছিলাম, ভেঙে পড়েছিলাম, এমনটা নয়। তবে আমাকেও ত্বকের একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে হয়েছিল, কারণ টাকাটা প্রয়োজনীয় ছিল। যখন মেকআপ করে অটো বা রিক্সোয় চড়ে অডিশানে যেতাম, তখন মেকআপ গলে যেতে পারে এই আশঙ্কা করতাম। যেটা কোনও তারকা সন্তানের ক্ষেত্রে হয়ত হয়না। যদি কোনও তারকা সন্তান রিক্সা করে অডিশন দিতে যায়, তাহলে তাঁদের সেজন্য আলাদা করে প্রশংসা প্রাপ্য। তবে আমি এই সুবিধা নেওয়ার পক্ষপাতী নই। ''
তবে কারোর মৃত্যুর জন্য কোনও অভিনেত্রীকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়া হচ্ছে সেটাও সমর্থনযোগ্য নয় বলে লেখেন রিচা। রিচার প্রশ্ন, সুশান্তের মৃত্যুতে আজ যাঁরা তাঁর প্রেমিকাকে ধর্ষণ করে খুনের হুমকি দিচ্ছেন তাঁরা কী ধরনের অনুরাগী? রিচা লেখেন, এদের মধ্যে কিছু লোকজনের প্রোফাইল আমি চেক করেছি, যাঁরা একসময় সুশান্তকেও তাঁর 'পদ্মাবত' ছবি নিয়ে মত প্রকাশের জন্য আক্রমণ করেছিলেন। এখন তারাই আবার অন্য কাউকে গালি দিচ্ছে।
এখানেই থামেননি রিচা। তিনি আরও লিখেছেন, ''সুশান্তের মৃত্যুর জন্য একমাস আগে সমবেদনা জানিয়েছিলেন অনেকেই। তাঁদের মধ্যে এমন লোকও রয়েছে, যিনি নায়িকা রাত কাটাতে অস্বীকার করায়, তাঁকে সিনেমা থেকেই সরিয়ে দিয়েছিলেন।''